একুশের নির্বাচনে বিপুল ভোটে জিতে রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর এদিনই প্রথম বিধানসভার অধিবেশন বসেছিল। সেখানেই নবনির্বাচিত বিধায়কদের নিয়মিত বিধানসভায় আসার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করালেন তিনি।
শুক্রবার বিধানসভার উপাধ্যক্ষ হিসেবে আশিস বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করা হয়। ভোটে জেতানোর জন্য মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বিধানসভার অধিবেশনে তিনি বলেন, বাংলার মানুষ আমাদের বিপুল ভোটে জিতিয়েছেন। আমরা তাঁদের ধন্য়বাদ জানাই। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা সেগুলো পূর্ণ করব। তিনি আরও বলেন, নবনির্বাচিতদের উচিত নিয়মিত আসা। আমি যখন প্রথম লোকসভায় নির্বাচিত হয়েছিলাম, তখন একদিনও অনুপস্থিত থাকিনি। সেটা যেন একটা স্কুল।