কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই কোমড় বেঁধে নেমেছে প্রশাসন। অন্যদিকে, শাসক দল তৃণমূল অভিযোগ করেছে, রাজ্যপালের সঙ্গেও যোগ ছিল ভুয়ো আইএসের। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও টুইট করে দাবি করেছেন, তৃণমূলের পদাধিকারী ছিলেন দেবাঞ্জন। এবার এরই পালটা দিলেন কুণাল ঘোষ।
রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, ‘কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন দিলীপ ঘোষ।’ এর পাশাপাশি এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। কুণালের তোপ, ‘সারদা, নারদ, ত্রিপল কেলেঙ্কারিতে যিনি অভিযুক্ত, তাঁকে বিরোধী দলনেতা বানিয়েছে রাজ্য বিজেপি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুখেন্দুশেখর রায় দাবি করেন, রাজ্যপালের সঙ্গে যোগ ছিল দেবাঞ্জনের। প্রমাণস্বরূপ বেশ কিছু ছবিও দেখান। সেখানে রাজ্যপাল ও তাঁর স্ত্রীর পিছনে দেখা যায় দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্যকে। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছে অরবিন্দকে।