এবার হাতের মুঠোয় ট্রেন ট্যাকিং। শিয়ালদহ শাখায় ট্রেন কোথায়, কত দূরে রয়েছে, কত দেরিতে চলছে না কি ঠিক সময়ে চলছে— সবই এ বার যাত্রীদের নখদর্পণে এনে দিলেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কর্তৃপক্ষ। জিপিএস সম্বলিত রিয়েল টাইম ট্রেন ট্র্যাকিং অ্যাপ চালু করেছে শিয়ালদহ।
গুগল প্লেস্টোরে গিয়ে ‘শিয়ালদহ সুবার্বান ট্র্যাকিং সিস্টেম’ নামে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার পর অ্যাপ থেকেই জেনে নেওয়া যাবে শহরতলির ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য। এই অ্যাপটি পরিচালিত হবে শিয়ালদহ ডিভিশনের ইন্টারনাল সার্ভারের মাধ্যমে। কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হচ্ছে বা আসছে তা-ও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। তবে এই বিষয়টি এখন পরীক্ষাধীন। ইতিমধ্যেই অ্যাপটি ব্যবহার করছেন ১ লক্ষ ৭৮ হাজার ইউজার।