উইম্বলডন চলছে। এরমধ্যেই টোকিও অলিম্পিক্সের খেলোয়াড়দের তালিকা ঘোষণা হলো। যেখানে রাখা হয়েছে ২ টেনিস তারকা নোভাক জোকোভিচ এবং রজার ফেডেরারকে। গতকাল যেই তালিকা প্রকাশ করা হয়েছে তাতেই এই দু’জনের নাম দেখা গিয়েছে। অন্যদিকে, মহিলাদের বিভাগে নাম রয়েছে বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলে বার্টি এবং জাপানের নেয়োমি ওসাকার। টেনিসে গত বারের সোনাজয়ী মনিকা পুইগ নাম তুলে নেওয়ায় নতুন কারোর কাছে সোনার পদক পাওয়ার সুযোগ রয়েছে এবার।
জোকোভিচ বা ফেডেরার, দু’জনের কেউই সরকারি ভাবে এখনও খেলার কথা ঘোষণা করেননি। তবে ফেডেরার কিছুদিন আগে বলেছিলেন, উইম্বলডনের পর তাঁর শারীরিক অবস্থা কেমন থাকে, সেটা বিচার করে তবেই সিদ্ধান্ত নেবেন। এছাড়াও, অলিম্পিক্সে অংশ নেবেন অ্যান্ডি মারে। তাঁর সামনে সুযোগ রয়েছে টানা তিনটি অলিম্পিক্সে সোনা জয়ের। তবে চোট-আঘাতে সাম্প্রতিককালে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।
টেনিস ওপেনগুলিতে প্রচুর সাফল্য পেলেও অলিম্পিক্সে জোকোভিচের সেরকম সাফল্য নেই। ২০০৮-এ তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। তাই এবার অলিম্পিক্সে যদি তিনি সোনা জয় করতে পারেন, তাহলে তা নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কীর্তি হয়ে থাকতে পারে। আরিয়াকে টেনিস পার্কে আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক্সের টেনিস বিভাগের প্রতিযোগিতা। যেখানে মোট ৪৬টি দেশ অংশগ্রহণ করবে। সেখানে খেলে অবশ্যই জিততে মরিয়া থাকবেন জোকার।