গত নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয় পেয়েছেন রাজ চক্রবর্তী। মানুষের ভালবাসায় জিতে এসে এবার তাঁদের দ্বিগুন ভালবাসা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর রাজ। রাজনীতিতে নতুন হলেও, জনসেবার প্রতি ভালোবাসা আগেই ছিল। সেই থেকেই হয়তো এবার প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ। কথা বললেন এই বিভূতিবাবুর উত্তরসূরীদের সঙ্গে।
দীর্ঘ দিন ধরে নিজেদের বসতবাড়ি নিয়ে সমস্যার মুখে পড়েছেন বন্দ্যোপাধ্যায় পরিবার৷ রাজ কথা দিয়েছেন পরিবারের পাশে থেকে তাঁদের যতদূর সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। জানা গিয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়ানের পর তাঁর স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায় বাড়িটি তৈরি করেছিলেন ব্যারাকপুর স্টেশন রোডে৷ এমনকী, স্থানীয়দের মধ্যেও এটি পরিচিত ‘বিভূতিভূষণের বাড়ি’ নামে। সাহিত্যিকের ব্যবহৃত বহু জিনিসও সংরক্ষিত আছে এই বাড়িতে। আপাতত তাঁর উত্তরসূরীরা থাকেন সেখানে।
তবে গত কয়েক মাস ধরে সমস্যায় পড়েছেন বন্দ্যোপাধ্যায় পরিবার। বাড়ির পাশে একটি শপিং কমপ্লেক্স ও বহুতল আবাসন তৈরি হচ্ছে। আর তার জেরেই ভেঙে পড়েছে ‘বিভূতিভূষণের বাড়ি’-র একদিকের পাঁচিল। বাড়ির দেওয়ালের একটা অংশেও বড়সড় চিড় ধরেছে। বাড়ির একতলায় রীতিমত এক হাঁটু সমান জল দাঁড়িয়ে৷ এর ফলে স্মারকভবনে বিভূতিভূষণের ব্যবহৃত জিনিসের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি পরিবারের। এবার তাঁদের বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা করে এই সমস্যার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন রাজ।