পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে এবার বড় দায়িত্ব দেওয়া হতে পারে নভজ্যোত সিং সিধুকে। সূত্রের খবর, তাঁকে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিতে পারে হাইকম্যান্ড। তবে তিনি একা নন, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং শিবিরের কোনও নেতার সঙ্গে যৌথভাবে দায়িত্ব পেতে পারেন। পাশাপাশি, রদবদল হতে পারে পাঞ্জাব মন্ত্রিসভাতেও।
কংগ্রেস হাইকমান্ড অবশ্য এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। জানা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত জানাবেন রাহুল গান্ধী। পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বলেছেন, ‘নভজ্যত সিং সিধুর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও রাহুল গান্ধীর বৈঠক একটি ভাল লক্ষণ। এটা সমস্যা সমাধানে সহায়ক হবে। আমার মনে হয় দ্রুতই সমাধান সামনে আসবে।’
পাঞ্জাব কংগ্রেসের একাংশ অবশ্য মনে করছে, সিধুকে দায়িত্ব দেওয়া সমস্যা সমাধানের সেরা উপায় নয়। বরং সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে তাঁর শীতল সম্পর্কও সুবিদিত। আর তাই মঙ্গলবার সিধুর সঙ্গে বৈঠক করতে রাজি হননি রাহুলও। পরে বুধবার প্রিয়াঙ্কার হস্তক্ষেপের পর তিনি সিধুর সঙ্গে বৈঠক করেন। তার আগে অবশ্য প্রিয়াঙ্কা নিজে প্রায় দু’ঘণ্টা সিধুর সঙ্গে বৈঠক করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখরের গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের গোষ্ঠীর বিবাদ ঘিরে বিধানসভা নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। শেষ পর্যন্ত পাঞ্জাব কংগ্রেসের কোন্দল ঠেকাতে বিধানসভা নির্বাচনের আগে কী পদক্ষেপ করে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।