সম্প্রতি ‘উরি’ সিনেমা খ্যাত পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। এই সুখের সময়েই হঠাৎ ইয়ামির জীবনে কালো মেঘের ছায়া গ্রাস করল। আর্থিক দুর্নীতির ঘটনায় তাঁকে তলব করেছে ইডি। সূত্রের খবর, ‘ভিকি ডোনার’ খ্যাত এই অভিনেত্রীর বিরুদ্ধে ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এক্ট’ উলঙ্ঘন করার অভিযোগ রয়েছে। আর সেই কারণেই আজ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। জানা গিয়েছে, ইডির জোন ২ ওই মামলার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার ইডি তলব করল অভিনেত্রীকে।
আর্থিক তছরূপের অভিযোগে বর্তমানে বলিউডের অনেক বড় বড় প্রযোজক সংস্থাও ইডি-র র্যাডারে রয়েছে। এমনকি এ লিস্টার অভিনেতা, প্রযোজক কিংবা ডিজাইনারদেরও তলব করা হচ্ছে মাঝেমধ্যেই। গত ২৩ জুন মণীশ মালহোত্রা, সব্যসাচী মুখোপাধ্যায়, ঋতু কুমারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেশের প্রথম সারির এই তিন ফ্যাশন ডিজাইনারকে ইডি তলব করায় চাঞ্চল্য ছড়িয়েছিল। জানা গিয়েছে, পাঞ্জাবের এক রাজনীতিকের সঙ্গে নগদে লেনদেন করার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল।
পৃথক দিনেই দিল্লীর ইডি অফিসে তলব করা হয়েছিল তিনজনকে। বলা বাহুল্য, ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ এই তিন ডিজাইনার। দেশের পাশাপাশি তাঁদের জনপ্রিয়তা রয়েছে আন্তর্জাতিক স্তরেও। সূত্রের খবর, আর্থিক তছরুপের মামলার তদন্ত করতে গিয়ে জানা যায় পাঞ্জাবের জনৈক বিধায়কের কাছ থেকে লক্ষাধিক টাকা নগদে নিয়েছিলেন মণীশ, সব্যসাচী এবং ঋতু। এবার সেই ঘটনার তদন্ত করতেই তাঁদের তলব করেছে ইডি।