দীর্ঘদিন পর উইম্বলডনে ফিরেই জয়ের মুখ দেখলেন সানিয়া মির্জা। বৃহস্পতিবার সঙ্গী বেথানি মাটেক স্যান্ডসকে নিয়ে জিতলেন মহিলা ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচ। বৃহস্পতিবার সানিয়া-বেথানি জুটি ৭-৫, ৬-৩ গেমে হারান অ্যালেক্সা গুয়ারাচি এবং ডেসারে ক্রচিক জুটিকে। ম্যাচ চলেছে এক ঘন্টা ২৮ মিনিট।
উল্লেখ্য, আগামী মাসেই টোকিয়ো অলিম্পিক্সে নামতে চলেছেন সানিয়া। সেখানে তাঁর সঙ্গী অঙ্কিতা রায়না। ফলে উইম্বলডন সানিয়ার কাছে গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে। অঙ্কিতা নিজেও মহিলা ডাবলসে খেলছেন লরেন ডেভিসকে সঙ্গে নিয়ে।
প্রসঙ্গত, সন্তানের জন্মের পর এ বছর জানুয়ারিতে হোবার্ট আন্তর্জাতিক প্রতিযোগিতায় জিতেছিলেন সানিয়া। তার আগে দীর্ঘদিন তিনি কোর্টের বাইরে ছিলেন। উইম্বলডনে নিজস্ব ছন্দে পাওয়া গিয়েছে ভারতের মহিলা টেনিসের অন্যতম সেরা তারকাকে।