বিগত ৮ বছর ধরব দুর্গাপুজোর আয়োজন করে আসছে দুর্বার কমিটি। এবার তাদের পুজো পড়বে নবম বর্ষে। আর তারই খুঁটিপুজোয় এবার আমন্ত্রিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং ‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেত্রী তিয়াসা রায়। দুজনের উপস্থিতিতে খুঁটি পুঁতে, ঢাক বাজিয়ে সাঙ্গ হল খুঁটিপুজোর উৎসব।
দুর্বারের খুঁটিপুজোয় সাদা পাজামা-পঞ্জাবিতে হাজির হয়েছিলেন মদন। তিনি এবং তিয়াসা দু’জনে মিলে পুজোর শেষে খুঁটি পুঁতে দেন। অভিনেত্রী নিজের হাতে নারকেল ফাটান। এরপর তাঁরা খুঁটিতে জড়ান ফুলের মালা। একই সঙ্গে সামিল হন ঢাক বাজানোতেও।
সংবাদমাধ্যমের সামনে দুর্বারের পুজো নিয়ে কামারহাটির বিধায়ক বলেন, ‘যে অঞ্চলের মাটি ছাড়া মা দূর্গার মূর্তি তৈরি সম্পূর্ণ হয় না, সেখানকার পুজো কখনও বন্ধ হতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা, দুর্বার কমিটি যেন প্রতি বছর এই অঞ্চলের মা-বোনদের নিয়ে এভাবেই মা দুর্গার আরাধনা করতে পারেন।’