এবার সিনেম্যাটোগ্রাফ আইনে বদল আনতে চেয়ে এবার নতুন বিতর্কের মুখে পড়ল কেন্দ্র। সম্প্রতি মোদী সরকারের তরফ থেকে সিনেম্যাটোগ্রাফ সংশোধনী বিল ২০২১-এর খসড়া প্রকাশ করা হয়েছে। আর সেই খসড়া থেকেই শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই সিনেমায় সরকারের এভাবে হস্তক্ষেপ এবং বাক স্বাধীনতার বিরুদ্ধচরণ করায় গর্জে উঠেছেন পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রীরা। খসড়াটি দেখে রীতিমতো চমকে উঠেছেন তাঁরা। পাশাপাশে ফুটে উঠেছে বিরক্তিও।
প্রসঙ্গত, এইখসড়া বিল অনুযায়ী, সেন্সরের উপরে গিয়ে সরকারের হাতে আসতে চলেছে ‘সুপার সেন্সর পাওয়ার’ অর্থাৎ সিনেমা সেন্সরের কাছ থেকে ছাড়পত্র পেলেও, সিনেমার প্রর্দশন বন্ধ করে ফের সেই ছবিকে সেন্সরে জন্য পাঠাতে পারে কেন্দ্র। নতুন এক ধারা প্রয়োগ করে সেন্সরের সিদ্ধান্তকে বদলের ক্ষমতা নিজের হাতে রাখতে চলেছে সরকার। এছাড়া সিনেমায় সার্টিফিকেশনের ক্ষেত্রেও বড়সর রদবদল আনতে চলেছে কেন্দ্র। আরও শ্রেণী বিভাজন ঘটিয়ে ইউ-এ/ ৭ প্লাস, ইউ-এ/ ১৩ প্লাস, ইউ-এ/ ১৬ প্লাস করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । শুধু তাই নয়, এতদিন সেন্সরের কোনও সিদ্ধান্ত পরিচালক বা প্রযোজকের অপছন্দ হলে, তাকে চ্যালেঞ্জ করার জন্য ছিল অ্যাপেলেট ট্রাইব্যুনাল। এটিকেও বাতিল করা হচ্ছে একেবারে।
উল্লেখ্য, খসড়া প্রকাশ পেতেই মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে বলিউডে। একে একে এই খসড়ার বিরুদ্ধে মুখ খুলছেন সিনেমার সঙ্গে যুক্ত মানুষেরা। এমনকী, পরিচালক আদুর গোপালকৃষ্ণণ, বিশাল ভরদ্বাজ, অভিনেতা কমল হাসান, ফারহান আখতার, অভিনেত্রী শাবানা আজমি, নন্দিতা দাশ, ফারহান আখতার, জোয়া আখতারেরা এই খসড়ার বিরুদ্ধে সরকারের কাছে এক খোলা চিঠিও পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় স্পষ্টই জানিয়েছেন এভাবে গণতন্ত্রে আঘাত করা মোটেই উচিত নয়। এর বিরোধিতা করবেনই তাঁরা।