তৃণমূল জমানায় বঞ্চিত উত্তরবঙ্গ— এমনই অভিযোগ করে যখন বাংলা ভাগের দাবি তুলেছেন বিজেপি সাংসদ জন বার্লা, তখন এক চালেই তাঁকে মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সিঙ্গুর থেকে টাটাদের বিদায় নিয়ে মমতাকে বারবার খোঁচা দিয়ে থাকেন যে বিরোধীরা, সোমবার তাঁদেরও চুপ করিয়ে দিলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানালেন, টাটাদের সঙ্গে নিয়ে রাজ্যে আরও দুটি ক্যান্সার হাসপাতাল গড়ে তুলছে রাজ্য সরকার। তার মধ্যে একটা যেমন হবে কলকাতার এসএসকেএম হাসপাতালের মধ্যেই, অপরটির জন্য তিনি বেছে নিয়েছেন উত্তরবঙ্গকে।
এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন, ‘ক্যান্সার চিকিৎসার জন্য বাংলার ২৫ শতাংশ ক্যান্সার আক্রান্ত মানুষ মুম্বাইয়ে টাটাদের হাসপাতালে চিকিৎসা নিতে যান। আমরা তাই টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের রাজ্যে একটা এসএসকেএমে ও আর একটা উত্তরবঙ্গে— মোট দুটো ক্যান্সার হাসপাতাল হবে টাটার সঙ্গে যৌথ উদ্যোগে।’ ফলে একদিকে যেমন তিনি নিজের ‘টাটা-বিরোধী’ তকমা ঘোঁচাতে সমর্থ হলেন, তেমনি উত্তরবঙ্গের জন্যও সদর্থক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।