করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর তার জেরে গত বছরের থেকে পরিস্থিতি এবার আরও ভয়াবহ। এর মধ্যেই নতুন করে আতঙ্ক বাড়িয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যা কিনা করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে। তবে এরই মধ্যে স্বস্তি দিচ্ছে এক মাসের বেশি সময় ধরে দেশের নিম্নমুখী কোভিড গ্রাফ। এবার যেমন বড়সড় পতন দৈনিক সংক্রমণ, মৃত্যুর হারে। ১০২ দিন পর দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৪০ হাজারের নিচে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় মৃত ৯০৭ জন। দেশে এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। গত একদিনে সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯।