গতকাল, সোমবারই নবান্ন থেকে রাজ্যপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর মঙ্গলবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যপালের বিরুদ্ধে আরও একপ্রস্থ আক্রমণ শানাল তৃণমূল। এদিন রাজ্যপাল জগদীপ ধনকরকে ‘শোলে’ সিনেমার সুরমা ভুপালির সঙ্গে তুলনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দলের তরফে তিনি বলেন, আমরা শোলে সিনেমাতে সুরমা ভুপালিকে দেখেছিলাম। সারাক্ষণ যিনি হম্বিতম্বি করতেন। পরে জানা যায় তিনি নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত। রাজ্যপালও তাঁর মতোই। রাজ্যপালের যদি কোনও হিসেব জানার হতো তবে তা তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই চাইতে পারতেন। তা না করে কেন তিনি দুর্নীতির অভিযোগ তুলেছেন এদিন সেই প্রশ্নও তোলেন ব্রাত্য।
প্রসঙ্গত, এদিন তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে উপস্থিত হন ব্রাত্য বসু এবং সুখেন্দু শেখর রায়। তাঁরাই রাজ্যের সাংবিধানিক প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যপালের পদ থেকে জগদীপ ধনকরকে অপসারণের দাবি দীর্ঘ দিন ধরেই তুলেছে শাসকদল। এমনকি মুখ্যমন্ত্রী স্বয়ং একাধিক বার চিঠি লিখেছেন দিল্লীতে। এদিনও তার অন্যথা হয়নি। দলের তরফ থেকে রাজ্যপাল বদলের দাবি করেছে তৃণমূল। এদিকে, গতকাল মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন হাওয়ালা জৈন মামলায় চার্জশিটে নাম ছিল জগদীপ ধনকরের। এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে কেন রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে সে প্রশ্নও তুলেছিলেন তিনি। এদিন তৃণমূলের গলাতেও একই সুর শোনা গিয়েছে।