দীর্ঘদিন ধরে রেশন কার্ড না থাকায় সমস্যায় সোনারপুরের বহু মানুষ। এই করোনা পরিস্থিতি ও লকডাউনের সময় বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত হতে হচ্ছে তাঁদের। তাই সোনারপুরবাসীর সমস্যা মেটাতে এবার ঘরে ঘরে গিয়ে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদে জোর দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। মঙ্গলবার তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, রেশন কার্ড নিয়ে একটা সমস্যা হচ্ছে। অনেকে কার্ড পাননি। অনেকের কাছে মেসেজ গেলেও কার্ড পৌঁছয়নি। আমরা খবর নিয়ে দেখেছি প্রায় ২০ হাজার মানুষ এই সমস্যার তালিকাভুক্ত।
আমি বারুইপুরে মহকুমা শাসক সুমন পোদ্দারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। সরকারি আধিকারিকরা ওই ২০ হাজার বাড়িতে গিয়ে সমস্ত তথ্যাদি জোগাড় করবে ও খতিয়ে দেখবে। সেই মতো তথ্য পেলেই আমরা কার্ড দেওয়ার কাজ শুরু করব। বাড়িতে বসেই যাতে কার্ড পেয়ে যান সাধারণ মানুষ তাও চেষ্টা করা হচ্ছে। কার্ড না পাওয়া পর্যন্ত যাতে সকলে রেশন পান এবং রেশন বন্টন কী করে করা যায় তার জন্য ডিলারদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে।’