কিছুদিন আগেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন বিজেপি সাংসদ জন বার্লা। এ নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হতে চান বলেও জানিয়েছেন তিনি। আর তারপর থেকেই সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। ইতিমধ্যেই মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বার্লার পাশে দাঁড়িয়েছেন। ঘুরপথে তাঁকে সমর্থন জানিয়েছেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও। এবার বার্লার দাবিকে সমর্থন করলেন উত্তরবঙ্গের আরও এক বিজেপি বিধায়ক। সোমবার মেটেলির ইংড়ং চা বাগানে নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে বার্লার পাশেই দাঁড়ালেন নাগরাকাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক পুনা ভেংরা।
বিজেপি বিধায়ক বলেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করে রাখা হয়েছে। উন্নয়নের কোনও কাজ হয়নি। সেই স্বাধীনতার পর থেকেই তা চলছে। তাই বার্লা যে দাবি তুলেছেন সেই দাবি জনতার। সেটাই তুলে এনেছেন বার্লা। বিজেপি বিধায়ক আরও বলেন, উত্তরবঙ্গে যদি উন্নয়ন হতো তাহলে এই দাবি উঠত না। যে তৃণমূল কংগ্রেস ২১৩ আসন পেয়ে ক্ষমতায় এসেছে। তাকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। কোনও দাবি এমনি এমনি উঠে যায় না। কারও খিদে পেলে তবেই সে খাবার চায়। উত্তরঙ্গকে নিয়ে পৃথক রাজ্যের দাবি দলের অবস্থান না হতে পারে, কিন্তু তা এখানকার মানুষের দাবি। চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালের চিকিৎসার ব্যবস্থা নেই। আজ না হয় কাল এই দাবি উঠতই।