রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে অশান্তি ছড়ানোর মতো বিস্ফোরক অভিযোগ তুললেন জিটিএ-র প্রাক্তন চেয়ারম্যান অনীত থাপা। রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘রাজ্যপাল শান্ত পাহাড়কে অশান্ত করার জন্যই এসেছিলেন। কিন্তু কেউ যদি আবার পাহাড়ে অশান্তি ছড়াতে চায় তাহলে আমরা রাস্তায় নেমে রুখে দাঁড়াব।’
জিটিএ-র বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যে অভিযোগ রাজ্যপাল তুলেছেন, তারও পাল্টা জবাব দেন অনীত থাপা। রাজ্যপাল জিটিএ-র অডিট করালে তাঁরা ভীত নন জানান অনীত থাপা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৭ সাল থেকে আমি দায়িত্বে রয়েছি। এই সময়ে পাহাড়ের জন্য প্রচুর কাজ করা হয়েছে। আর জিটিএ-তে নিয়ম মেনে অডিট করা হয়েছে প্রতিবছর। তবুও যদি অডিট করাতে চান আমাদের কোনও আপত্তি নেই।’
প্রসঙ্গত, এক সপ্তাহের পাহাড় সফর শেষ করে ফিরে যাওয়ার সময় জিটিএ-র বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। জিটিএ-তে কখনই অডিট করা হয়নি অভিযোগ তুলে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জিটিএ ঠিক কাজ করছে না। পাহাড়ের উন্নয়নে তারা কোনও কাজ করেনি। বরং জিটিএ-তে আসা অর্থ নয়ছয় করা হয়েছে। এর কোনওরকম অডিট করা হয়নি। আমি সংবিধান মেনে ক্যাগ-কে দিয়ে জিটিএ-এর অডিট করাব। তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। আর অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে।’