গত ২দিন ধরেই ফের উত্তপ্ত হয়েছে ভূস্বর্গ। জম্মুতে ড্রোন হামলার ঘটনায় গোটা দেশ নড়েচড়ে উঠেছে। এরমধ্যেই সেখানে সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। নিকেশ করা হয়েছে কুখ্যাত জঙ্গী সংগঠন লস্কর-ই-তইবার কমান্ডার নাদিম আবরার-সহ দুই জঙ্গীকে। আজ এমনটাই জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় জড়িত ছিল লস্কর কমান্ডার নাদিম আবরার। সোমবার শ্রীনগরের পারিমপোরা এলাকায় ওই জঙ্গীকে ঘিরে ফেলা হয় বলে খবর। তারপর সঙ্ঘর্ষে খতম হয় ওই জঙ্গী। এনকাউন্টারে নিহত হয়েছে এক পাকিস্তানি জঙ্গীও। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান আইজিপি বিজয় কুমার।
বিশ্লেষকদের মতে, ভারতীয় সেনাবাহিনীর লাগাতার অভিযানের ফলে উপত্যকা এলাকায় বিপাকে পড়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলি। লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলি পাল্টা হামলা চালিয়ে এবার সদস্যদের মনোবল কিছুটা চাঙ্গা করে তুলতে চাইছে। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে জোড়া বিস্ফোরণ আসলে জেহাদিদের মরিয়া ভাবকেই প্রকাশ করছে। এহেন সময়ে খোদ লস্কর কমান্ডার নিহত হওয়ায় সন্ত্রাসবাদীরা বড়সড় আঘাত পেয়েছে।