সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনকরের উত্তরবঙ্গ যাওয়া নিয়ে তোপ দাগলেন মমতা। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মমতা বলেন, উনি (রাজ্যপাল) উত্তরবঙ্গে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? কাদের সঙ্গে ওখানে মিটিং করেছেন? বিজেপির এমপি এমএলএদের সঙ্গে? কেন কি দরকার ছিল ওঁর এখন ওখানে যাওয়ার৷ আসলে এখন উত্তরবঙ্গ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেকে আমাকে বলেছে এরা উত্তর বঙ্গকে ছিন্ন ভিন্ন করতে চায়৷ এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, একজন রাজ্যপাল ওখানে গিয়ে কাদের সঙ্গে দেখা করছেন? যারা বিভাজন চায়! উনি তাদের বলে আসছেন তোমরা আন্দোলন করো। এটা একজন রাজ্যপালের কাজ? এরকম রাজ্যপাল আমি আগে কখনও দেখিনি৷ সাংবাধানিক পদে আছেন তাই কার্টসি মেনে দেখা করি কথা বলি৷ ওঁকে সরানোর জন্য কেন্দ্রকে তিনটে চিঠি লিখেছি৷ কেন্দ্র জেদ ধরে বসে আছে।
