সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মানুষের জীবন নিয়ে খেলে, তাঁরা সন্ত্রাসবাদীদের চেয়েও ভয়ঙ্কর। ঠিক এই ভাষাতেই অন্যতম অভিযুক্ত দেবাঞ্জনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এই ঘটনায় পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।
এদিন করোনাবিধি সম্প্রসারণ নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই দেবাঞ্জন প্রশ্নে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। খানিকটা বিরক্তির সুরেই তিনি বলেন, ‘এসব লোকের নাম নিয়ে তাঁদের প্রচার করার দরকার নেই। চোর-ডাকাত-ঠগবাজদের নাম উচ্চারণ করতে নেই। বরং প্রতারক বলুন। ওর এত বড় সাহস হয় কী করে? সব কিছু জাল করেছে।‘
মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন, কে কোথায় কোন অফিস চালাচ্ছে, কী ব্যবসা করছে, সারপ্রাইজ ভিজিট করে দেখে আসুক পুলিশ। ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে মুখ্যমন্ত্রী সংসদ হামলার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, ‘কীভাবে সরকারি গাড়িতে করে সংসদে ঢুকে হামলা চালিয়েছিল! এরা এসবই করে। মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর সই জাল করে। এরা আদতে ঠগবাজ।‘ প্রতারকরা বিজেপির থেকেও ইন্ধন পেয়েছে। এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।