গত মাসেই ফল প্রকাশ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। কার্যত এক-দু’দিন অন্তর যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। গতকাল, রবিবারও দেশের চার মেট্রো শহরেই দামের নয়া পারদ ছুঁয়েছিল পেট্রোল-ডিজেল। আজ, সোমবারও দামের পারদ নামল না নীচের দিকে। একনজরে দেখে নেওয়া যাক, চার মেট্রো শহরে পেট্রোল-ডিজেলের দাম।
রাজধানী দিল্লীতে কাল পেট্রোলের দাম কার্যত সেঞ্চুরির দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিল। আজও একই জায়গায় দাঁড়িয়ে গা। এদিন লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ৯৮ টাকা ৪৬ পয়সায়। কালকের তুলনায় অপরিবর্তিত রয়েছে ডিজেলের দামও। লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ৮৮ টাকা ৯০ পয়সায়। দেশের বাণিজ্যনগরী মুম্বই শহরে আগেই সেঞ্চুরি হাঁকিয়েছিল পেট্রোল। গতকাল আরও বেড়েছিল দাম। বদল আসেনি আজকেও। সেখানে প্রতি লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৪ টাকা ৫৬ পয়সায়। আর লিটার প্রতি ডিজেলের দাম ৯৬ টাকা ৪২ পয়সা৷ যা কালকের তুলনায় অপরিবর্তিত।
কলকাতাতেও দামের পারদ বেশ চড়া পেট্রোল-ডিজেলের। এখানে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৮ টাকা ৩০ পয়সা। দিল্লূর থেকে মাত্র ১৬ পয়সা কম। পেট্রোলের দামের নিরিখে কলকাতা সবচেয়ে পিছিয়ে থাকলেও ডিজেলে দিল্লীকে টেক্কা দিয়েছে সিটি অফ জয়। কালকের পর আজও প্রতি লিটার ডিজেল পাওয়া যাচ্ছে ৯১ টাকা ৭৫ পয়সায়। এদিকে, মুম্বইয়ের পর পেট্রোল-ডিজেল সবথেকে মহার্ঘ্য চেন্নাইয়ে। সেখানে প্রতি লিটার পেট্রোল বিকচ্ছে ৯৯ টাকা ৪৯ টাকায়। অন্যদিকে, কালকের পর আজও প্রতি লিটার ডিজেলের দাম ৯৩.৪৬ টাকা।