একুশের বিধানসভা ভোটে প্রচারের মাইক হাতে পেয়ে অনেকেই সুর চড়িয়েছিলেন। ব্যতিক্রম ছিলেন না বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তীও। তাঁর মুখে শোনা গিয়েছিল, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি’ থেকে শুরু করে ‘মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে’র মতো একাধিক মন্তব্য। আর এর জেরে গত ৬ মে মানিকতলায় থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সেই এফআইআর খারিজের দাবিতে মিঠুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি তাঁর আবেদন খারিজ করে তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ নেন। এবার ফের মিঠুনকে জেরা করল পুলিশ।
গত ৭ মার্চ ব্রিগেড প্যারেড গাউন্ডে ও নির্বাচনী প্রচারে গিয়ে ফিল্মি ডায়লগ-এর নামে উস্কানিমূলক বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী। এই মর্মে বিজেপি নেতা মিঠুনের নামে মানিকতলা থানায় মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। এই মামলার হাত থেকে বাঁচতে আদালতে আর্জি জানালে তা খারিজ হয়। কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলার শুনানির ভিত্তিতে আজ ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ‘মহাগুরু’। যদিও আদালতের নির্দেশে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা হবে মিঠুনকে। উল্লেখ্য, এর আগে মিঠুনের জন্মদিনের দিনই তাঁকে টানা ৪৫ মিনিট জেরা করেছিল কলকাতা পুলিশ।