বাংলায় পরবর্তী হিংসার অভিযোগ শুনতে সোমবার ইসল্টলেকে বিশেষ শুনানির আয়োজন করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। সল্টলেকের সেক্টর ৫-এ অবস্থিত সিআরপিএফ-এর স্টাফ মেসে এই শুনানি হয়েছে বলে জানিয়েছে কমিশন। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রাজীব জৈন এই শুনানিতে উপস্থিত থাকবেন। অভিযোগকারীরা সরাসরি তাঁকেই অভিযোগ জানাতে পারবেন।
নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকদের দিকে। জিজ্ঞেস করেন, “আপনারা তো সাংবাদিক। আপনারা দেখতে পাচ্ছেন কোন অশান্তি বাংলায়? ছোট একটা দুটো ঘটনা ঘটলেও রাজ্য সরকার কড়া হাতে তা দমন করেছে।” বিজেপির দিকে পাল্টা অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, “এতো এতো লোক নিয়ে কী করে সল্ট লেকে জমায়েত করল বিজেপি? ডিজাস্টার রুল কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এছাড়াও আমাদের কাছে খবর আছে আক্রান্ত বলে অনেককে সাজিয়ে এনেছে ওরা।” প্রসঙ্গত, বাংলার বিধানসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে বেশ জল ঘোলা হয়েছে রাজ্যের শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে।