শুধুই এয়ারপোর্টের ভিতরে বোমা বিস্ফোরণ নয়, জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অফিসারকে পুলওয়ামা জেলায় তাঁদের বাড়িতে ঢুকে গুলি করে খুনও করা হয়েছে। মারা গিয়েছেন তাঁর স্ত্রীও। পাশাপাশি আহত হয়েছেন মেয়ে। রবিবার তাঁদের বাড়িতে ঢুকে জঙ্গীরা এই হামলা চালায় বলে জানা গিয়েছে। ঘটনায় তাঁদের মেয়েও আহত হয়েছেন। নিহত পুলিশ অফিসারের নাম ফায়াজ আহমেদ। তিনি অবন্তীপোরার হরিপরিগামের বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
রবিবার রাতেই কাশ্মীর জোন পুলিশের তরফে একটি টুইটে জানানো হয়েছে, শহীদ অফিসারের নাম ফায়াজ আহমেদ। তাঁর স্ত্রীও হাসপাতালে আহত অবস্থায় ভর্তি হন। হরিপরিগামের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছেন জঙ্গিরা। ফায়াজ, তাঁর স্ত্রী ও মেয়ের গুরুতর জখম হয়। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ১১টা নাগাদ বাড়ির দরজা ভেঙে জোর করে ঘরে ঢোকে জঙ্গীরা। সেখানে ঢুকেই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এরপর সেই পুলিশ অফিসারের পরিবারকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও ফায়াজ আহমেদ ও তাঁর স্ত্রী রাজা বেগম হাসপাতালে মারা যান। মেয়ে রাফিয়া এখনও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিরাপত্তারক্ষীরা এর পরই গোটা এলাকা ঘিরে নেয়। জঙ্গীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।