পুরোনো ছবি, ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করা হচ্ছে যে ছবিগুলি বাংলার ভোট পরবর্তী হিংসার। এতদিন বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ করে এসেছে তৃণমূল। এবার কার্যত একই অভিযোগ উঠল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে। অল্ট নিউজের প্রতিবেদনে দেখানো হয়েছে কীভাবে বাংলার ভোট পরবর্তী হিংসার ছবি/ভিডিও বলে দাবি করে পুরনো ছবি দেখিয়েছে তারা।
১৮ জুন হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তের নির্দেশ দেয়। ২১ জুন হাইকোর্টের নির্দেশের স্থগিতাদেশ চেয়ে কোর্টের বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু রাজ্যের আর্জি খারিজ করে আদালত। তার তিনদিন পর এই সংক্রান্ত খবর করতে গিয়ে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের ইংরেজি চ্যানেল এমন কিছু ছবি ব্যবহার করে যার সঙ্গে ভোট পরবর্তী হিংসার আদৌ কোন সম্পর্ক নেই।
অল্ট নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই চ্যানেলে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রাইম টাইমে একটি প্রতিবেদন দেখানোর সময় কিছু ছবি ব্যবহার করে যেগুলির কোনওটা পঞ্চায়েত ভোটের সময়ের হিংসার ছবি আবার কোনওটা গত বছর রামনবমীর শোভাযাত্রার সময় হওয়া গন্ডগোলের ছবি।
প্রতিবেদনের শুরুতে দেখানো হয়, একটি চার চাকা মালবাহী গাড়ি দাউ দাউ করে জ্বলছে। ছবিটি যখন স্ক্রিনে দেখানো হচ্ছে তখন সঞ্চালক বাংলার ভোট পরবর্তী হিংসার খবর পড়ছেন। ছবিটি এই প্রতিবেদনে ব্যাবহার করা হলেও জানা যাচ্ছে, ২০১৮ সালে আসানসোলে হওয়া দাঙ্গার ঘটনার ছবি এটি।
২০১৮ সালে আরেক সর্বভারতীয় সংবাদমাধ্যম আসানসোলে দাঙ্গার খবরে একই ছবি ব্যবহার করে। ছবিটি সেই সময় সংবাদসংস্থা পিটিআই এর তোলা। অন্যান্য সংবাদমাধ্যমও একই ছবি ২০১৮ সালের ২৭ মার্চ তাদের প্রতিবেদনে ব্যবহার করেছিল।