সারদা-নারদ কেলেঙ্কারিতে নাম রয়েছে। তাই বাঁচার জন্য কেন্দ্রীয় সরকারের জুতো পালিশ করছে শুভেন্দু। এবার এমনই চাঁচাছোলা ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। হলদিয়ার রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, ‘শুভেন্দু বাঁচার জন্য কেন্দ্রীয় সরকারের জুতো পালিশ করছে। শুভেন্দুর সারদা-নারদ কেলেঙ্কারিতে নাম রয়েছে। এখন বাঁচার জন্য কেন্দ্রীয় সরকারের জুতো পালিশ করছে। নিজের জেলায় ত্রিপল কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে। আগে সিবিআইয়ের উচিত শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা।’
প্রসঙ্গত, হলদিয়ার দূর্গাচকে ওই রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল হলদিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিটি। সেখানে কুণাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, হলদিয়া তৃণমূলের সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামানিক, কাউন্সিলর তপন নস্কর প্রমূখ। সেখানেই কসবার ভ্যাকসিন কেলেঙ্কারিতে বিজেপির সোচ্চার হওয়া নিয়ে কুণাল বলেন, ‘শুভেন্দু অধিকারীর দাবি গরুর গাড়ির হেডলাইট। শুভেন্দুর কথার কোনও ভিত্তি নেই। একজন অপরাধী অপরাধ করেছে। সেটা তৃণমূল সাংসদ জানিয়েছিলেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’ এরপরই তাঁর কটাক্ষ, বিদেশের ব্যাঙ্কে যাদের টাকা রয়েছে তাদের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে। তাহলে নরেন্দ্র মোদীর কি হবে?