এখনও হয়তো দু’সপ্তাহও পেরোয়নি। বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল দিল্লী এইমস। তবে রোগীদের কোনো ক্ষতি হয়নি। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ড ঘটলো নয়াদিল্লীর সেই এইমস হাসপাতালেই। যদিও এবারও সৌভাগ্যবশত কেউ জখম হননি। সূত্রের খবর, এদিন ভোর পাঁচটা নাগাদ এইমসের এমার্জেন্সি ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত সেখানে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। এরপর দমকল কর্মীরাই সেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
এমার্জেন্সি ওয়ার্ড থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত রোগীদের সরানোর ব্যবস্থা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদেরকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালের অন্য বিল্ডিংয়ে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দু’সপ্তাহের মধ্যেই এই নিয়ে দু’বার অগ্নিকাণ্ড ঘটল এইমসে। এর আগেরবার পাঁচ তলার ল্যাবেরটরি ও পরীক্ষাগারে আগুন লেগেছিল। সেইবার এসি মেশিনের শর্ট সার্কিটকে আগুন লাগার কারণ বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এবারের কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় তদন্ত হবে বলেই জানিয়েছে পুলিশ।