বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ জুলাই পর্যন্ত। তবে এবার রাজ্যে চালু হচ্ছে বাস পরিষেবা। সোমবার নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি রাজ্যে দোকান বাজার খোলার সময়সীমাও বাড়ানো হল।
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১ জুলাই থেকে ৫০ শতাংশ সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু করা হবে। একই সঙ্গে অটো, টোটোও চালানো যাবে। তবে লোকাল ট্রেন চালু করা নিয়ে এখনও কোনও ঘোষণা করেননি মমতা।
পাশাপাশি, সমস্ত দোকান সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত খুলে রাখা যাবে বলে ঘোষণা করেছেন মমতার। তবে সবজি ও মাছ বাজার খোলা যাবে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। এদিন জিম, সেলুন ও বিউটি পার্লারের ক্ষেত্রেও ছাড় ঘোষণা করেন মমতা। জানান, দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সমস্ত সেলুন ও বিউটি পার্লার এবং সকাল ৬ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টে থেরে ৮ টা পর্যন্ত জিম খোলা যাবে।
তবে, এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। মমতা স্পষ্ট জানিয়ে দেন, এই নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। যখন আলোচনা হবে তখন সেটা জানিয়ে দেওয়া হবে। তবে একটি বিষয় এ দিন স্পষ্ট করে দিয়েছেন মমতা, সব ধরনের ছাড়ই পরীক্ষামূলক ভাবে দেওয়া হচ্ছে। যদি করোনা পরিস্থিতি কোনওভাবে খারাপ হয়, তাহলে এই ছাড়গুলি প্রত্যাহার করে নেওয়া হতে পারে, এমন ইঙ্গিতও দেন মমতা।
