আজ, মাসের শেষ রবিবারে নিয়ম মাফিক ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড আবহে দেশ জুড়ে টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। নির্ভয়ে, গুজবে কান না দিয়ে দেশবাসীকে টিকা নিতে বলেছেন। টিকাকরণের মাধ্যমেই একমাত্র এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই জেতা সম্ভব, বলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর এই বার্তাকেই এদিন তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
‘মন কি বাত’ নয়, প্রধানমন্ত্রীকে ‘কাম কি বাত’ করার পরামর্শ দিয়েছেন রাহুল গান্ধী। রবিরার বিকেলে টুইটে তিনি বলেছেন, দেশ জুড়ে ভ্যাকসিনের যে অভাব রয়েছে, আগে তা মেটানোর ব্যবস্থা করতে হবে। তা না করে নরেন্দ্র মোদী সকলের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেও তোপ দেগেছেন কংগ্রেস নেতা। এদিন রাহুল গান্ধী লিখেছেন, “কাজের কথা এখন শুধু একটাই, তা হল দেশ জুড়ে ভ্যাকসিনের অভাব মেটাতে হবে। বাকি সবই নজর অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল।”
প্রধানমন্ত্রীর উদ্দেশে এদিন তোপ দেগেছে কংগ্রেসও। ‘মন কি বাত’কে কটাক্ষ করা হয়েছে ‘দেশ কি বাত’-এর কথা বলে। ভারতীয় জাতীয় কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বলা হয়েছে, সম্প্রতি দেশ জুড়ে পেট্রোপণ্যের ভয়ানক মূল্যবৃদ্ধি হয়েছে। দাম বেড়ে গেছে সিমেন্ট, বালি, স্টিল, প্লাইউড ইত্যাদি বাড়ি তৈরির উপকরণেরও। এর ফলে এখন বাড়ি বানাতে গেলে আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হবে সাধারণ মানুষকে। অথচ দিল্লীতে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্মাণ দিব্যি চলছে। এদিন এই বিষয়টিকে সামনে এনেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস।