কোভিড পরিস্থিতিতে বিজেপি উপনির্বাচন চায় না। শুক্রবার এ কথা জানিয়েছেন দলের নেতা সায়ন্তন বসু। গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই বিজেপি ভোট চাইছে না বলে পাল্টা দাবি করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তাঁর অভিযোগ, ভোটের আগে ব্রিগেডে সমাবেশ করে কোভিড বিধি ভেঙেছে বিজেপি।
সুখেন্দু শেখর রায় বলেন,’উপনির্বাচনকে ভয় পাচ্ছে কেন? বিজেপি কেন ভোট চাইছে না? কারণ ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। সেজন্য ভোট চায় না।’ বিজেপিই কোভিড বিধি ভেঙে এখন কদর্য রাজনীতি করছে বলে দাবি করেন সুখেন্দু শেখর রায়ের। তাঁর কথায়,’কোভিড বিধি ভেঙেছে বিজেপি। আমরা ব্রিগেড করিনি। ওরা ব্রিগেড নিয়ে ব্যস্ত ছিল। কোভিড ছড়িয়েছে। প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয় দফার কোভিডকে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেছে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন, আগস্টের আগে চলে আসতে পারে তৃতীয় ঢেউ। তখন এই ধরনের হুমকি যাঁরা দিচ্ছেন তাঁরা জনবিরোধী ভূমিকা পালন করছেন। মানুষের স্বার্থকে উপেক্ষা করে কদর্য রাজনৈতিক চিন্তাধারাকে তুলে ধরছে।’
কোভিডের তৃতীয় ঢেউ আসার আগে উপনির্বাচন সেরে ফেলার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,’আমরা চাইব উপনির্বাচন হয়ে যাক। ৭ দিন প্রচারের জন্য দেওয়া হোক।’ এ দিন বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন,’মানুষের বিপদ বাড়িয়ে আর একটা ভোটের কোনও প্রয়োজন নেই। শুধুমাত্র একজনকে মুখ্যমন্ত্রী রাখতে হবে বলে কোভিডের তৃতীয় ঢেউয়ের মাঝে নির্বাচন করতে হবে! এর কোনও মানে নেই।’