কসবার জাল ভ্যাকসিন কাণ্ডের পর্দাফাঁস করেই থেমে নেই কলকাতা পুলিশ। এবার ভ্যাকসিন কেলেঙ্কারির তদন্তে আরও গতি আনতে শুক্রবার একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে লালবাজার।
কসবা কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে। শহরের একাধিক থানায় ওই প্রতারকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত অভিযোগ একত্রে তদন্তের স্বার্থেই সিট গঠন করা হল বলে মনে করা হচ্ছে। সিটের নেতৃত্ব দেবেন জয়েন্ট সিপি (ক্রাইম) মুরুলিধর শর্মা। সূত্রের খবর, রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডিও ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করতে পারে।
এদিকে, নবান্ন সূত্রে খবর, রাজ্য প্রশাসনের তরফে সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা-সহ যে কোনও টিকাকরণ কর্মসূচীর জন্যই আগাম অনুমতি নিতে হবে। জেলা স্বাস্থ্য দফতর কিংবা পুরসভার স্বাস্থ্য বিভাগের কাজ থেকে অনুমতি নিয়ে টিকাকরণ করা যাবে। সংশ্লিষ্ট শিবিরে কাদের টিকা দেওয়া হল, কোন টিকা দেওয়া হয়েছে, কীভাবে নাম নথিভুক্ত করা হয়েছিল, খরচ বাবদ কত টাকা নেওয়া হয়েছে, এসব তথ্য বিশদে জানাতে হবে প্রশাসনকে।