এবার রাজ্যের অঙ্গনওয়াড়ির কর্মীদের বেতন আটকে দেওয়ার নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা! আগে করোনা ভ্যাকসিন নিতে হবে, তারপরেই মিলবে বেতন। সরকারি আধিকারিকদের হিমন্ত নির্দেশ দিয়েছেন, ‘যে সকল অঙ্গনওয়াড়ির কর্মীরা এখনও করোনা টিকা নেননি, তাদের যেন বেতন না দেওয়া হয়।’
প্রসঙ্গত, রাজ্যের করোনা পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে রিভিউ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার, পুলিশ সুপার ও জেলা স্বাস্থ্য আধিকারিকরা। সেখানেই তিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের টিকাকরণের হার কম হওয়ায় কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেন। যারা টিকা নিতে চাইছেন না, তাদের যেন বেতন আটকে দেওয়া হয়, সরকারি আধিকারিকদের এই নির্দেশই দেন মুখ্যমন্ত্রী।