দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডকে চাঙ্গা করার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার। সংস্থার ভবিষ্যত নিয়েও উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডিপিএল সংক্রান্ত সব ফাইল জমা দেওয়ার নির্দেশ দেন মমতা। পাশাপাশি পুর্তমন্ত্রী মলয় ঘটককেও এনিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেন।
ডিপিএলের জন্য রাজ্যের কোষাগার থেক প্রতি মাসে খরচ হয় ৪২ কোটি টাকা। এর মধ্যে রয়েছে সংস্থার ১৩০০ কর্মীর বেতন। কিন্তু বিদ্যুৎ উত্পাদন করে ওই টাকা উঠে আসছে না। এছাড়াও রয়েছে কয়লার জোগানের সমস্যা।
মন্ত্রিসভায় আলোচনায় উঠে এসেছে, ডিপিএলের বহু ফাঁকা জমি পড়ে রয়েছে। সেগুলো অন্য কোনও ভাবে কাজে লাগানো যায় কিনা তাও খতিয়ে দেখা হবে। কর্মী ছাঁটাই না করে সংস্থাটিকে কীভাবে পুনরুজ্জীবিত করে তোলা যায় তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।