রাজ্যে শুরু হয়ে গিয়েছে বর্ষার আগমনী। আজ ও বৃষ্টি চলবে গোটা রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্যের বেশ কিছু জেলায়। গত এক সপ্তাহ ধরে মৌসুমী বায়ু থমকে উত্তর-পশ্চিম ভারতে। আর তারই জেরে কিছুটা কমেছে বর্ষার প্রভাব। তবে চলবে বৃষ্টি। চলতি সপ্তাহে হালকা মাঝারি বর্ষণ বিক্ষিপ্তভাবে চলবে সব জেলাতেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের দু-এক জেলায় শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে।
তুলনামূলকভাবে বেশি বৃষ্টি পাবে উত্তরবঙ্গ। উত্তরের বেশিরভাগ জেলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার। মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার কলকাতা আকাশ আংশিক মেঘলা। দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি। বাতাসের জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। পূর্ণিমার প্রভাবে আজ গঙ্গার জলস্তর বাড়বে। কালীঘাট থেকে তেতলা লকগেটে রাস্তায় জল উঠতে পারে বলেই অনুমান।
উল্লেখ্য, ১টা ৪৫ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৫.৫৮ মিটার (১৮.৩১ফুট)। লকগেট বন্ধ থাকবে সকাল ১১.১৫ থেকে ৩.৪৫ মিনিট পর্যন্ত। গঙ্গার পাশের লকগেটগুলি যখন বন্ধ থাকবে তখন যদি বৃষ্টি হয় তবে শহরে জল জমবে এমন আশঙ্কাও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে। মৌসম ভবন জানিয়েছে, ঝাড়খন্ডে রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা ঝাড়খণ্ড থেকে উত্তর গুজরাত পর্যন্ত ওড়িশার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আজ ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই জেরে। মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশের ওপর দিয়ে ঘূর্ণাবর্ত হয়ে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। এর প্রভাবেই বৃষ্টি চলবে বঙ্গে। তবে শুক্রবার হাওয়া আফিস রিপোর্ট বেছে মৎস্যজীবীদের জন্য আগামী ২৪ ঘণ্টায় কোনও সতর্কবার্তা নেই। ১৯শে জুন থেকে মৌসুমী বায়ু থমকে গেছে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অবস্থান এই মুহূর্তে ভিলওয়ারা ঢোলপুর আলীগড় মিরাট আম্বালা ও অমৃৎসর এর উপর। গত ৭ দিন একই জায়গায় অবস্থান করছে মৌসুমী বায়ু। আগামী কয়েকদিন ওড়িশা উত্তরবঙ্গ ছাড়াও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।