বেশিরভাগ সরকারি-বেসরকারি অফিস, কর্মক্ষেত্র খুলে গিয়েছে চলতি মাসেই। কিন্তু করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে রাস্তায় গণ-পরিবহনের দেখা নেই। ফলে কর্মক্ষেত্রে যেতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। রোজই স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি চেয়ে হাজার হাজার আবেদন জমা পড়ছে রেলের ঘরে। কিন্তু এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালুর ব্যাপারে আগের অবস্থানেই অনড় রয়েছে রাজ্য সরকার।
এমতাবস্থায় অফিসযাত্রীদের জন্য কিছুটা হলেও সুখবর এল। আজ থেকেই শিয়ালদহ ডিভিশনে বাড়ছে স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা। সূত্রের খবর, শুক্রবার , অর্থাৎ আজ থেকে ৪০টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। আগামী সোমবার থেকে আরও বাড়ানো হবে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা। জানা গিয়েছে, সেদিন আরও ৬০টি স্পেশ্যাল ট্রেন চালু করার কথা রয়েছে। এই ট্রেনগুলি চালু হলে মোট ট্রেনের সংখ্যা হবে সাড়ে তিনশোর কাছাকাছি।
করোনার কথা মাথায় রেখে এখনই ট্রেনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে চায় না রাজ্য, এ কথা গতকালই সাংবাদিক বৈঠক করে মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিকে, গতকালও রাজ্যকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালু করার আবেদন জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনীত দৌলত একটি চিঠিতে উল্লেখ করে জানান, লোকাল ট্রেন না চালানোয় কী ধরনের অসুবিধা হচ্ছে। গত দু’দিন ধরে যাত্রী বিক্ষোভে শিয়ালদহ ডিভিশনের কী অবস্থা হয়েছে, যাবতীয় তথ্য তুলে ধরা হয় সেই চিঠিতে।