বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে টানাপোড়েন অব্যাহত। বিধানসভা সূত্রে খবর, চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা করেছেন বিজেপি বিধায়ক তথা বর্তমানে তৃণমূল সদস্য মুকুল রায়। তাঁর মনোনয়ন নিয়ে বেজায় আপত্তি বিজেপির। এদিকে ভোটাভুটি হলে তাঁকে জিতিয়ে আনবে বলে স্থির করেছে তৃণমূল। বৃহস্পতিবার এ কথা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পিএসি চেয়ারম্যানের জন্য যে কেউ মনোনয়ন জমা করতে পারেন। মুকুল রায় তো বিজেপি সদস্য। তাঁকে তো কালিম্পংয়ের বিনয় তামাংয়ের দল সমর্থন জানিয়েছে। আমরাও সমর্থন করব। এটা স্পিকার সিদ্ধান্ত নেবেন’। এর পরই বিজেপিকে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, ‘যদি ভোটাভুটি হয় আমরা ভোটে জিতব। ভোটে আসুক না, কার কত শক্তি দেখে নিক। মানুষের ভোটে জিতে এসেছি, এবার সেই ভোটেই যাঁকে প্রয়োজন তাঁকে জেতাব’।
উল্লেখ্য, কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন মুকুল রায়। এর কিছুদিনের মধ্যেই তৃণমূলে ফিরে আসেন তিনি। কিন্তু বিধায়ক পদ ছাড়েননি মুকুলবাবু। উপরন্তু বিধানসভার পিএসি চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন তিনি। বিধানসভার রীতি বলে এই পদে বসেন বিরোধী দলের বিধায়করা। স্বচ্ছতা বজায় রাখতে বিরোধী দলের বিধায়ককে এই পদ ছেড়ে দেওয়া হয়।
রাজনৈতিক মহল বলছে, মুকুল রায় খাতায় কলমে এখনও বিজেপি বিধায়ক। তাই তাঁকে পিএসি-র চেয়ারম্যান করা হলে তৃণমূলের ‘সাপও মরবে, লাঠিও ভাঙবে না।’ যদিও তাদের এই প্রচেষ্টা রুখতে মরিয়া বিজেপিও। মুকুল রায়ে বিধায়ক পদ খারিজের আবেদন জানাতে চলেছে তাঁরা। তাঁদের আবেদন মঞ্জুর হবে কি না তার উত্তর সময়ই দেবে। কিন্তু এদিন তৃণমূল নেত্রীর মন্তব্য বুঝিয়ে দিল, ভোটাভুটি হলেও মুকুল রায়কে জিতিয়ে পিএসি চেয়ারম্যান করতে সচেষ্ট তৃণমূল।