ভোটে পরাজয় হওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে বৈরিতার সম্পর্ক তৈরি হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। কখনও বলা হচ্ছে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা হবে, কখনও সেল-কে কলকাতা থেকে সরিয়ে নেওয়া হবে। আবার কখনও টি-বোর্ড থেকে শুরু করে অ্যান্ড্রুল সংস্থাকে স্থানান্তর করার কথা কেন্দ্রের পক্ষ থেকে শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে আগে একের পর এক চিঠি লিখেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এবার অ্যান্ড্রুল সংস্থা কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
জানা গিয়েছে, রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রের বাণিজ্য মন্ত্রীকে একটি কড়া চিঠি দেন। সেখানে মূলত অ্যান্ড্রুলের শাখা বাংলা থেকে তুলে নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আসলে সংস্থার সঙ্গে যুক্ত বহু কর্মী-শ্রমিকদের জীবন-জীবিকার উপর আঘাত বলে অভিযোগ করেছেন তিনি। এমনকী জলপাইগুড়ির একটি টি–অকশন সেন্টারও অসমে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জেনেছেন পার্থবাবু। তারও বিরোধিতা করা হয়েছে চিঠিতে।
এই বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থবাবু বলেন, “অ্যান্ড্রুল কলকাতার শাখা তুলে দেওয়া এবং বিক্রির যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তা কর্মীদের নিধন করার প্রয়াস। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জন্য চিঠি দিয়েছি। ঠিক একইভাবে জলপাইগুড়ির টি অকশন কেন্দ্র স্থানান্তর করার জন্য যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন মিনিস্ট্রি অফ কমার্স, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়েছে।”