কিছুদিন আগেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন বিজেপি সাংসদ জন বার্লা। এ নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হতে চান বলেও জানিয়েছেন তিনি। আর তারপর থেকেই সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। ইতিমধ্যেই মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বার্লার পাশে দাঁড়িয়েছেন। এবার ঘুরপথে তাঁর দাবিকে সমর্থন জানালেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও।
প্রসঙ্গত, এক সপ্তাহের পাহাড় সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালেই রাজ্যপালের অতিথিশালায় যান কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ। সেই সাক্ষাৎ শেষে তিনি যে মন্তব্য করেন, তাতেই বঙ্গভঙ্গের বিতর্ক আরও উস্কে গেল বলা চলে। প্রত্যক্ষভাবে নিশীথ কেন্দ্রশাসিত উত্তরবঙ্গের দাবিকে সমর্থন না করলেও ঘুরপথে তিনি জানিয়েছেন, এই দাবি তোলায় কোনও ভুল নেই। এটা উত্তরবঙ্গবাসীর ‘আবেগ’।
মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে আলিপুরদুয়ারের সাংসদের তোলা দাবি নিয়ে নিশীথ বলেন, ‘জন বার্লা কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছেন। ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। এখানে প্রত্যেকের নিজেদের ব্যক্তিগত মত প্রকাশের জায়গা রয়েছে। নিজের আবেগকে মানুষের সামনে তুলে ধরার সুযোগ রয়েছে। এটা উত্তরবঙ্গের মানুষের আবেগ। সেই আবেগ থেকেই তিনি এ কথা বলছেন। প্রশাসনিক জায়গা থেকে আমরা এখনও কিছু বলছি না। তবে আমরা উত্তরবঙ্গের মানুষের আবেগকে সমর্থন করি।’