গতবারের মতো এবারও ভোটে জিতে পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর সেই মতই নিজের কাজ শুরু করে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বর্তমান করোনা-আবহে পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের সিএডিসি কার্যকলাপ খতিয়ে দেখতে তমলুক ব্লকের চাপবসানে উন্নয়ন পর্ষদ অফিসে এলেন সুব্রত বাবু। সেখানে কাজ দেখে তিনি খুবই আনন্দিত।
সিএডিসি হল পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের অধীনে চলা এক নিগম। এর মাধ্যমে মেয়েদের স্বনিযুক্তি এবং করোনা-পর্বে নানা পরিষেবা দেওয়ার কাজ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের তমলুকের অফিসে এই সিএডিসি-র যে কাজকর্ম হয়েছে তার পুরোটাই আজ ঘুরে ঘুরে দেখেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে এদিন সেখানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি-সহ অন্যান্য আধিকারিকেরাও।
সকলের সাথেই এদিন বিভিন্ন প্রজাতির মাছচাষ-সহ অন্যান্য কার্যকলাপ খতিয়ে দেখেন সুব্রত বাবু। এরপর তিনি সেই অফিস চত্বরেই নিজের হাতে বৃক্ষরোপণ করেন। সমস্ত কার্যকলাপ খতিয়ে দেখার পর রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, করোন-পর্বেও এত ভাল কাজ দেখে আমি খুশি।