একদিনে ৮৮ লক্ষেরও বেশি মানুষকে করোনার টিকা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মোদী সরকার। সোশ্যাল মিডিয়ায় চলছে জোরদার প্রশংসা-প্রচার। কিন্তু এতদিন যেখানে দৈনিক গড়ে ৩০-৪০ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া সম্ভব হয়নি, সেখানে টিকাকরণের যাবতীয় দায়িত্ব কেন্দ্র নিজের হাতে তুলে নেওয়ার দিনই কী করে দৈনিক টিকাকরণের পরিসংখ্যান দ্বিগুণেরও বেশি বেড়ে গেল, তা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। যেখানে মঙ্গলবার আচমকাই সেই সংখ্যা ফের কমে দাঁড়িয়েছে ৫৪ লক্ষ ২২ হাজার। এ নিয়ে এবার মোদী সরকারকে কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, ‘রবিবার ভ্যাকসিন জমাও, সোমবার দাও। মঙ্গলবার ফের আগের অবস্থায় ফিরে যাও। এই হল টিকাকরণের বিশ্ব রেকর্ডের পিছনের রহস্য।’
অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলতে চেয়েছেন, বাস্তবে প্রতিদিন ৮৮ লক্ষ মানুষকে টিকা দেওয়ার মতো যথেষ্ট সংখ্যক ভ্যাকসিন সরবরাহ করেনি কেন্দ্র। কয়েকটি রাজ্য আগে থেকে ভ্যাকসিন জমিয়ে রেখেছিল বলেই একদিনে ৮৮ লক্ষ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু পরদিন তা আর সম্ভব হয়নি। মোদীকে কটাক্ষ করে চিদম্বরম বিজেপির ২০১৯ সালের ভোটের স্লোগান স্মরণ করিয়ে দেন, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’। পরে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, যেভাবে ভারতে টিকাকরণ চলছে, তা একদিন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে। মোদী সরকার হয়তো চিকিৎসায় নোবেল প্রাইজও পেতে পারে। মোদী হ্যায় তো মিরাকল হ্যায়।’