এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী দু’বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হল যাবদপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের। বুধবারই মেয়াদ শেষ হচ্ছে সুরঞ্জন দাসের। তবে তিনি অবসর নেওয়ার আগেই তাঁর মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে।
রাজ্যের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন উপাচার্য বেছে নেওয়ার জন্য সার্চ কমিটি এখনও গঠন করা হয়নি। সুরঞ্জনের অতীতের কার্যকাল যথেষ্ট সন্তোষজনক বলে উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই তাঁর বয়স ৭০ হওয়া পর্যন্ত আরও দু’বছর তিনি যাদবপুরের উপাচার্য পদে বহাল থাকতে পারবেন। উপাচার্য ছাড়াই বিশ্ববিদ্যালয় চলবে এমনটা সম্ভব নয়। সেই কারণেই বুধবার সন্ধ্যায় উচ্চশিক্ষা দফতরের তরফে আরও দু’বছরের জন্য সুরঞ্জন দাসের সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়।