রাজ্যে উপনির্বাচন যাতে দ্রুত করা যায়, এবার তা নিয়ে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, আমরা চাই দ্রুত উপ নির্বাচন হয়ে যাক। এখন মনে হয় ৭টি আসনে ভোট হবে। তাঁর সাবি, ৭ দিন ভোট প্রচারের জন্য সময় দিলেই হবে।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, কোভিড সংক্রমণ বেড়েছে ৮ দফার নির্বাচনের জন্য। ২ কোটি টিকা আমরা দিয়েছি। ৩৩ লাখ ডোজ দেওয়া হয়েছে সুপার স্প্রেডারদের। জুলাই মাসের মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন দেবো আমরা। তৃতীয় ওয়েভকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই ওয়েভে শিশুরা আক্রান্ত হতে পরে বলে আশঙ্কা রয়েছে। ফলে বাচ্চার মায়েদের টিকাকরণ করা হবে।
তিনি রাজ্যবাসীকে সতর্ক করে বলেছেন, অনেকে বেসরকারিতে কোভ্যাক্সিন নিচ্ছেন। এটা কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত নয়। যেসব পড়ুয়ারা এই ভ্যাকসিন নিয়েছে, তারা বাইরের দেশে গিয়ে বিপদে পড়ছেন। কোভ্যাক্সিনকে দ্রুত স্বীকৃতি দেওয়া হোক কিংবা এর বিকল্প কিছু করা হোক। কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ, আমরা ৩ কোটি ভ্যাকসিন চেয়েছি, কিন্তু পাইনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যজুড়ে ২৫০ মাইক্রো কনটেন্টমেন্ট জোন করা হয়েছে। অক্সিজেন সরবরাহ বাড়ানোর বিষয়ে চেষ্টা চলছে। অনেক জেলায় সংক্রমণ কমেছে।। দার্জিলিং, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া ও হুগলিতে একটু বেশি আছে।
এরপরই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, বিজেপি একটা বড় রোগ সবার জন্য। তারা মানুষের রায় মেনে নিতে পারে। মানুষের দাবি মেনে নিতে পারে না। উত্তরপ্রদেশে কেন সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না। নদীতে মৃতদেহ ভাসছে। সেটা বাংলায় ঢুকছে।
আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের মনে রাখা উচিত আপনারা যাকে নিশানা করছেন সে কয়েকদিন আগে নিজের দাদাকে হারিয়েছেন। উনি পুরো জীবন দেশের জন্য দিয়েছে। আজকে যে সরকার আছে ২৪-এ সেই সরকার নাও থাকতে পারে। গায়ের জোরে নিয়োগ হয় না। এটা অফিসারের সিদ্ধান্ত।