একুশের ভোটে প্রার্থী হননি তিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে অমিত বাবুকেই বেছে নেওয়ায় তাঁকে ভার্চুয়ালি শপথ নিতে হয়েছে। এদিকে, আগামী ২ জুলাই বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। কিন্তু অসুস্থতার কারণে বিধানসভায় আসতে পারছেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। তাই ভার্চুয়ালি বাজেট পাঠ করার কোনও বিধান না থাকায় অমিত মিত্র বাজেট পেশ করবেন না। সূত্রের খবর, এবার বাজেট পেশ করবেন শিল্প তথা পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পার্থবাবু বর্ষীয়ান মন্ত্রী। শিল্প ছাড়াও পরিষদীয় দফতর তাঁর হাতে। আবার দলেরও তিনি মহাসচিব। এসবের জন্যই হয়তো মুখ্যমন্ত্রী এবার তাঁকে বাজেট পেশের দায়িত্ব দিয়েছেন। যদিও অনেকের মতে, বাজেট কী হবে তা পুরোটাই বাড়িতে বসে তত্ত্বাবধান করছেন অমিত মিত্র। আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে বাজেট অধিবেশন চলবে ৭ তারিখ পর্যন্ত। কিন্তু আগের বারের মতো এবারও মুখ্যমন্ত্রী কেন বাজেট প্রস্তাব পেশ করবেন না? অনেকের মতে, এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। বাজেট পাঠ দীর্ঘ সময়ের ব্যাপার। সে কারণেই পার্থবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এরসঙ্গেই জল্পনা ও কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কি অমিতবাবু ছমাসের মধ্যে আর ভোটে দাঁড়াবেন না? সেক্ষেত্রে অর্থমন্ত্রী কে হবেন? বাংলায় যখন এই কৌতূহল তৈরি হচ্ছে তখন গতকাল তামিলনাড়ুর এম কে স্ট্যালিন সরকার একটি পদক্ষেপ নিয়েছে। রাজ্যের অর্থ দফতরের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্থার ডাফলোকে, যিনি সম্পর্কে অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। কে বলতে পারে বাংলায় তেমন কিছু হবে না?