বাংলায় একুশের যুদ্ধে বিজেপিকে রুখে দেওয়ার পরই সর্বভারতীয় রাজনীতিতে তাঁর সম্ভাব্য গতিবিধি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। যার ফলস্বরূপ কিছুদিন আগেই টুইটারে দেখা গিয়েছিল নতুন ট্রেন্ডিং — হ্যাশট্যাগ ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি! অর্থাৎ ভারত মমতাদিকেই চায়। তৃণমূলেরও লক্ষ্য যে এখন দিল্লী বিজয়ই, তা স্পষ্ট জাতীয় স্তরে দলের গতিবিধি দেখেই। ২ সপ্তাহে তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে ২ বার বৈঠক করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সোমবার বৈঠক শেষেই তৃতীয় ফ্রন্ট গড়ার উদ্দেশ্যে মঙ্গলবার আঞ্চলিক দলগুলিকে বৈঠকে ডেকেছেন তিনি। কিন্তু সেই বৈঠকে ডাক পায়নি কংগ্রেস। অর্থাৎ কংগ্রেসকে বাদ দিয়ে মমতাকে মুখ রেখেই ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মাঠে নামবে তৃতীয় ফ্রন্ট।
এর আগে ১১ জুন মুম্বইয়ে শরদ পাওয়ারের বাসভবনে পিকের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক হয়েছিল এনসিপি প্রধানের। আলোচ্য ছিল ‘মিশন ২০২৪।’ মঙ্গলবার পাওযার বৈঠক ডাকার পর আরও সুস্পষ্ট হয়ে গেল তৃতীয় ফ্রন্টের রূপরেখা। জাতীয় স্তরে প্রধানমন্ত্রী বিরোধিতার মুখ কে হবেন? সেই জল্পনার মাঝেই কয়েকদিন আগে টুইটারে ট্রেন্ডিংয়ে এসেছিল হ্যাশট্যাগ বেঙ্গলি প্রাইম মিনিস্টার। প্রধানমন্ত্রী পদের জন্য নাম উঠেছিল মমতার। খোদ বাংলার মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, তিনি একসঙ্গে ২০২৪-এর নির্বাচন লড়তে চান। শিবসেনা নেতা সঞ্জয় রাউতও জানিয়েছেন, জাতীয় স্তরে বিরোধী জোট গড়ে তোলার জন্য শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন তিনি।