গত ফেব্রুয়ারি মাস থেকেই তাঁদের খোঁজ পাচ্ছিলেন না কেউ। অবশেষে সামনে এল এক পরিবারের চার সদস্যের রহস্যমৃত্যুর কথা। মা, বাবা, বোন এবং দিদাকে খুন করে মাটিতে দেহ পুঁতে রেখেছিল ওই পরিবারের একমাত্র ছেলে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের কথাও স্বীকার করেছে সে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদার কালিয়াচকের আটমাইল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়দের দাবি, গত ফেব্রুয়ারি মাস থেকেই ওই পরিবারের চার সদস্যকে তাঁরা দেখতে পাচ্ছিলেন না। ওই যুবক সেই সময় বাড়িতেই ছিল। তার কাছ থেকে বারবার মা, বাবা, বোন এবং দিদার খোঁজ নেন প্রতিবেশীরা। সে জানায়, পরিবারের বাকি চার সদস্য বেড়াতে গিয়েছেন। তবে করোনা পরিস্থিতির মাঝে ওই চারজন কোথায় বেড়াতে গেলেন, তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এরই মধ্যে শুক্রবার এক আত্মীয় বাড়িতে আসেন। নিখোঁজ সদস্যদের খোঁজ নেন। রেগে যায় যুবক। অভিযোগ, তাঁকেও খুনের চেষ্টা করে সে।
এরপরই ওই আত্মীয় পুলিশের দ্বারস্থ হন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই যুবককে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, সে জানায় গত ফেব্রুয়ারি মাসে বাবা, মা, বোন এবং দিদাকে খুন করেছে। প্রমাণ লোপাটের জন্য বাড়িতেই মাটির তলায় দেহ পুঁতে রেখেছে বলেও স্বীকার করে অভিযুক্ত। কী কারণে মা, বাবা, বোন এবং দিদাকে খুন করল ওই যুবক, তা খতিয়ে দেখা হচ্ছে।