গত সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর মঙ্গলবারই দিল্লী উড়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেখানে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। যার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রশ্ন উঠছে, বাংলার রাজ্যপাল পদে কি বদল আসন্ন? তাই কি চেয়ার বাঁচাতে এখন দিল্লীর দুয়ারে দুয়ারে ঘুরছেন ধনকর? শোনা যাচ্ছে, রাজ্যে রাজ্যপাল হয়ে আসার পর থেকেই অনৈতিকভাবে নিজের পরিবারের লোকজনদের ওএসডি পদে নিয়োগ করার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, তাতে রীতিমতো অস্বস্তিতে পড়ে এবার ধনকরকে পদ থেকে তাকে সরিয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, রাজ্যপালের কলকাতা ফেরা ক্রমশই পিছিয়ে যাচ্ছে। আজ শনিবারও ফিরছেন না তিনি। এদিকে, পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী শুক্রবারই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ সেই কর্মসূচীতে পরিবর্তন হয়। সূত্র মারফৎ জানা যায়, অমিত শাহের সঙ্গে ফের দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ সঙ্কেত দিলেও রাজ্যপাল কখন দেখা করবেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি। শনিবার সকালে রাজ্যপালের তরফে টুইট করা হয়। সেখানে বলা হয়, সকাল ১১টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন ধনকর।