উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হতে চান বিজেপি সাংসদ জন বার্লা। শনিবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। আর তারপর থেকেই রীতিমতো ফুঁসছে তৃণমূল। বাংলা ভাগের জিগির তোলায় এবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদকে পাল্টা হুঁশিয়ারি দিলেন সুখেন্দুশেখর রায়। বললেন, যত ষড়যন্ত্রই হোক না কেন বাংলাকে ভাগ হতে দেব না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, শনিবার আলিপুরদুয়ারের ১৮ নম্বর ওয়ার্ডে দলের কার্যালয়ের উদ্বোধন করতে এসে বাংলা ভাগের পক্ষে সওয়াল করেন বার্লা। তিনি বলেন, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি থেকে সরছি না। এটা এখানকার মানুষের দাবি। এনিয়ে আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে যাব। রাজ্যে দলের নেতাদেরও এ নিয়ে বোঝাব। লকডাউন পরিস্থিতিত স্বাভাবিক হলেই উত্তরবঙ্গের মানুষদের নিয়ে দিল্লী যাব। বার্লার মন্তব্যের পরই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে সুখেন্দুশেখর বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন বাংলাকে ভাগ হতে দেব না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, ‘এর আগেও বাংলা ভাগের চেষ্টা হয়েছে। বাংলা যদি ভাগ করতে চান উত্তরপ্রদেশকেও ৪ ভাগে ভাগ করতে হবে বলে দাবি উঠেছে। সেটা করবে তো বিজেপি? অন্যান্য আরও রাজ্য ভাগের দাবি উঠেছে, সে বিষয় বিজেপি কী ভাবছে আগে বলুক।’ বার্লার বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীও। তিনি বলেন, ক্ষমতা থাকলে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করে দেখাক বিজেপি। একসময় জন বার্লা মানুষের বাড়ি পুড়িয়ে, পুলিশের গাড়ি পুড়িয়ে এলাকায় সন্ত্রাস চালাতেন। তিনি আবার উত্তরবঙ্গের মানুষের ভালোর কথা বলেন।