তাঁর আমলে বারবারই প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের নারী সুরক্ষা। এখন গোদের ওপর বিষফোঁড়ার সামিল করোনা মোকাবিলায় তাঁর সরকারের ব্যর্থতা। এর পাশাপাশি দলের অন্দরেও তাঁকে নিয়ে হাজার অসন্তোষ। রাজ্যে সদ্য পঞ্চায়েত নির্বাচনেও হার হয়েছে পদ্মের। তবে এর পরেও আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতা ধরে রাখতে যোগী আদিত্যনাথের ওপরই বাজি ধরেছে বিজেপি। তবে, করোনা পরিস্থিতিতে যোগীর ভাবমূর্তিতে যে আঘাত লেগেছে তা মেরামত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ প্রাক্তন এক আমলাকে পাঠিয়ে দিল গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ প্রাক্তন আমলা এ কে শর্মাকে উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতি পদে নিয়োগ করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা মোকাবিলা নিয়ে গত কয়েকমাসে বিরোধীদের প্রশ্নবাণে বিদ্ধ যোগী। কখনও উত্তরপ্রদেশের গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা যাচ্ছে, আবার কখনও দেখা যাচ্ছে গঙ্গার ধারে মৃতদেহের সার। হাসপাতালে অক্সিজেনের সংকট। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর অভাব। সব মিলিয়ে বিগত কয়েক মাস নিদারুণ সংকটের মধ্যে কেটেছে উত্তরপ্রদেশবাসীর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যোগী আদিত্যনাথের প্রশাসনিক দক্ষতা নিয়ে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছে গেরুয়া শিবিরের দিল্লীর নেতাদের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দিল্লীতে তলব করেছিলেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন তিনি। সেই আলোচনার পরও যোগীকে সরানোর কথা ভাবেনি বিজেপি। তবে, শর্মাকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে এবার যোগীকে চাপে রাখল তারা।