২০২১ সালের নির্বাচনে আগের থেকেই বিভিন্ন নেতার পক্ষে এবং বিপক্ষে পোস্টার পড়ার একটি ‘ট্রেন্ড’ তৈরি হয়েছিল। নির্বাচন পরবর্তী সময়েও সেই ট্রেন্ড বজায় রয়েছে। এবার সেই ট্রেন্ড মেনেই ফ্লেক্স পড়ল সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে। জামালপুরে সুনীল মণ্ডলকে রাবণ সাজিয়ে ফ্লেক্স লাগালেন তৃণমূল নেতা ও কর্মীরা। ফ্লেক্সে সুনীল মণ্ডলের মাথার একপাশে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির নেতারা রয়েছে অন্যদিকে রয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব।
জামালপুরের শুড়েকালনা বাজার এলাকায় এই ফ্লেক্স দেখতে পাওয়া যায়। ছবির নিচে বিজেপি নেতাদের ‘বাংলা ও বাঙালির শত্রু’ বলে আখ্যা দেওয়া হয়েছে। এছাড়াও ছবিতে লেখা রয়েছে ‘কৃষকের শত্রু, আম্বানি-আদানির কাছে দেশ বিক্রির ষড়যন্ত্রকারী’। ছবির একেবারে নিচে লেখা – ‘রাজনীতির ব্যাপারী, নীতি আদর্শহীন, গিরগিটি, গদ্দার সুনীল মণ্ডলের তৃণমূলে ঠাঁই নাই।’
এদিকে শুধু ফ্লেক্স নয়, রাস্তায় নেমেও সুনীলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। বৃষ্টির মধ্যেই পূর্ব বর্ধমান জেলার জামালপুর আবুঝহাটি ২ গ্রাম পঞ্চায়েতের সামনে এই বিক্ষোভ প্রদর্শন চলে। আবুঝহাটি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জবা কিস্কু ও উপপ্রধান সমর পালের উপস্থিতিতে পোষ্টার হাতে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। সুনীল মণ্ডলকে যাতে পুনরায় দলে না নেওয়া হয় দাবি জানান তৃণমূল কর্মীরা। তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, দলের দুঃসময়ে দলত্যাগী, দলের সুসময়ে প্রত্যাবর্তনে ইচ্ছুক সুনীল মণ্ডলকে দলে মানছি না মানব না।