দীর্ঘ দিন পূর্ব মেদিনীপুরের কাঁথির অধিকারী পরিবারের সুরক্ষার দায়িত্বে ছিলেন তাঁরা। তবে গত বছর আচমকাই দল বদলে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই অধিকারী পরিবারের ওপর থেকে রাজ্য সুরক্ষা প্রত্যাহার করে নেয়। এবার এক সময়ের অধিকারীদের সুরক্ষার দায়িত্বে থাকা রাজ্য পুলিশকর্মীদের পুরুলিয়া, বাঁকুড়ায় বদলি করার নির্দেশ দিল প্রশাসন।
প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে শুভেন্দু গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরেই অধিকারী বাড়িতে থাকা রাজ্য পুলিশের কর্মীদের সরিয়ে নিয়ে তমলুকের জেলা পুলিশ লাইনে ক্লোজ করে রাখা হয়। এবার সেই পুলিশ কর্মীদের দু’ভাগে ভাগ করে সুদূর পুরুলিয়া ও বাঁকুড়ায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। জানা গিয়েছে, ১৬ জন পুলিশ কর্মীকে পুরুলিয়া এবং আরও ১৬ জনকে বাঁকুড়ায় বদলি করে দেওয়া হয়েছে। অন্যদিকে, একই ভাবে পুরুলিয়া ও বাঁকুড়া থেকে সমসংখ্যক পুলিশ কর্মীকে এই জেলায় বদলির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।