বিগত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির জেরে এই মুহূর্তে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। এ নিয়ে এবার নাম না করে রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। বারবার জমা জল থেকে শিক্ষা নিয়ে কেন এখনও কোনও পদক্ষেপ করা হল না? এই প্রশ্ন তুলতেই নাম না করে শনিবার শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।
শনিবার শুভেন্দুর নাম না করে ফিরহাদ বলেন, ‘কলকাতা পুরসভার তরফ থেকে আমরা সেচ দফতরকে গত ৩ বছর ধরে শহরের সংলগ্ন খালগুলোর একটা তালিকা তৈরি করে সংস্কারের জন্য বলেছিলাম। মন্ত্রীমশাই দু-একটি জায়গায় লোক পাঠিয়ে পরিদর্শন করায়। কিন্তু সংস্কার করা হয়নি। ড্রেজিংয়ের কোনও কাজ হয়নি। তিন বছর ধরে বলার পরও কাজটা সেচমন্ত্রী করলেন না।’ যদিও তিনি জানিয়েছেন, এবার আমাদের নিকাশি ব্যবস্থা তুলনামূলকভাবে কিছুটা ভাল জায়গায় রয়েছে।
ফিরহাদের দাবি, ‘কয়েকটা জায়গায় সেচ দফতর এবং কয়েকটা জায়গায় মেট্রোরেল কাজ করছে। গতিপথ বাধাপ্রাপ্ত হচ্ছে সেই কারণে জল যাচ্ছে না। আবার কতগুলো জায়গায় যেখানে খালে ড্রেজিং হচ্ছে না বলে জল যাচ্ছে না।’ তবে তাঁর আশ্বাস, ‘আজকেই মেট্রোরেল কর্তৃপক্ষ, সেচ দফতর, পুরসভা, এই সমস্ত জায়গায় পরিদর্শন করবে। একটি রিপোর্ট তৈরি হবে। যা জমা পড়বে মুখ্যসচিবের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই বর্ষার পরে যাতে সংস্কারের করা যায় তার চেষ্টা শুরু হবে।’